বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: বিতর্কিত মন্তব্যে জড়ালেন অবসর প্রাপ্ত বিচারপতি তথা তমলুক থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, তিনি গান্ধী ও গজসের মধ্যে কোনও একজনকে বেছে নিতে পারবেন না। এই মন্তব্য সামনে আসার পরে কংগ্রেসের তরফে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থীপদ প্রত্যাহারে দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে।

 

সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, মহাত্মা গান্ধী ও নাথুরাম গডসের মধ্যে কোনও একজনকে বেছে নিতে পারবেন না। অবসরপ্রাপ্ত বিচারপতি বলেছেন, গান্ধীকে হত্যার পিছনে গডসের যুক্তিও বুঝতে হবে।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, তিনি যেহেতু আইনের পেশার লোক, সেই কারণে গল্পের অন্য দিকটি বোঝা দরকার। তিনি আরও বলেছেন, গডসের লেখা পড়ে বুঝতে হবে, তাকে কেন মহাত্মা গান্ধীকে হত্যা করতে হল! ততক্ষণ পর্যন্ত তিনি গান্ধী ও গডসের মধ্যে কোনও একজনকে বেছে নিতে পারবেন না। তবে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাত্মী গান্ধীর হত্যার নিন্দা করেছেন এবং ঐতিহাসিক ঘটনার সব দিক পরীক্ষা করার প্রয়োজনীয়তার ওপরে জোর দিয়েছেন।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বলছেন, তিনি গান্ধী ও গডসের মধ্যে বেছে নিতে পারবেন না, এই মন্তব্য দুঃখজনকের থেকেও খারাপ।

জয়রাম রমেশ বলেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। যারা মহাত্মা গান্ধীর উত্তরাধিকারকে যথাযথ করার জন্য কোনও প্রচেষ্টা ছাড়েন না, তাদের প্রার্থীপদ অবিলম্বে প্রত্যাহার করা উচিত।

কলকাতা হাইকোর্টের কর্মরত বিচারপতি অবসর নেওয়ার সময় বাকি থাকলেও তিনি হঠাৎই ইস্তফা দেন এবং বিজেপিতে যোগ দেন। বিজেপির তরফে তাঁকে তমলুক থেকে প্রার্থী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *