বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লক্ষীর ভান্ডার বেড়ে এখন হাজার টাকা আর সেটা আজীবন তাই আজকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এর তরফ থেকে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হল শিলিগুড়ির টিকিয়াপাড়ার মাঠে। আজকে এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সকল মহিলা কর্মীরা যারা এসেছিলেন শিলিগুড়ির 47টি ওয়ার্ড থেকে।
আজকে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান আজকের দিনে বাংলার মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী কতটা ভাবেন তার প্রমান হল লক্ষীর ভান্ডার। বাংলার মানুষের কাছে এটা একটা অসাধারন নিদর্শন। সমস্ত ধরনের চিন্তা মাথায় রেখে মুখ্যমন্ত্রী আমাদের জন্য আমাদের মহিলাদের জন্য এই ঘোষনা করে বুঝিয়ে দিলেন তিনি কতটা চিন্তা করেন আমাদের জন্য। তিনি যে আমাদের মা আমাদের মমতাময়ী মুখ্যমন্ত্রী।
আজকের দিনে কেন্দ্রীয় সরকারের সমস্ত বঞ্চনার কথা মাথায় রেখেও মুখ্যমন্ত্রী আমাদের জন্য এই কাজ করে গেলেন তাই তাকে শ্রদ্ধা এবং ধন্যবাদ। তিনি থাকলেই আমাদের ভালো হবে এবং তিনি থাকলেই আমারা থাকবো। তাই আগামী লোকসভা নির্বাচনে আমাদের লড়াইএ নামতে হবে। তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক করেছেন এবারে আমাদের পালা তার প্রতিদানের আর আমরা সেটা দেব। বলে জানান জেলা সভাপতি পাপিয়া ঘোষ।