বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রচণ্ডভাবে বরফ এবং ঠান্ডার কবলে গোটা পাহাড়। বরফে ঢেকে গেছে গোটা সান্দাকফু। পাহাড়ে ঠান্ডায় এক ধাক্কায় তাপমাত্রা কমে গেছে প্রায় ছয় ডিগ্রীর কাছাকাছি।
পর্যটকেরা অবশ্য দ্বিগুন উৎসাহ নিয়ে পাহাড়ে পৌছে যাচ্ছেন। তিল ধারনের জায়গা নেই হোটেলে। পর্যটকেরা আসছেন এবং প্রায় তিনগুন টাকা গুনে বুক করছেন হোটেল। প্রায় তিনগুন দাম দিয়ে বুক করেও হোটেল নেই পাহাড়ে। সিকিমেও ঠান্ডা বেড়ে গেছে অনেকটাই। সিকিম এবং দার্জিলিং এর তাপমাত্রা প্রায় এক হলেও দার্জিলিং এগিয়ে গেছে সিকিমের চাইতে। এবারে সান্দাকফু তে রেকর্ড তাপমাত্রা বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় মানুষেরা। পর্যটকদের বরফের জল দিয়ে থালা এবং বাসন মাজতে দেখা গেছে। প্রায় পাচ থেকে ছটা গায়ে গরম জামাকাপড় জড়িয়ে বাইরে বের হয়েছেন পর্যটকেরা। ঠান্ডায় গোটা সিকিম জুড়ে কড়া সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। রাতের দিকে তাপমাত্রা আরো কমে যাবে বলে মনে করছেন সেখানকার স্থানীয় মানুষেরা। তাপমাত্রা আগামী কয়েকদিনে আরো নেমে যাবে বলেও দাবী করছেন তারা। সিকিম এবং পাহাড়ের ঠান্ডায় ভীড় বেড়েছে পর্যটকদের। একের পর এক হোটেল বুক করে রেখেছেন তারা। ঠান্ডায় অনেকটাই বেড়েছে গরম খাবারের চাহিদা। পর্যটকেরা গরম খাবারের দিকেই বেশী ঝুকছেন বলে খবর।