বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাত বেড়ে গেলেই ধোয়ায় ঢেকে যাচ্ছে। প্রতিবছর এই সময় ধোয়া থাকে। কিন্তুু এই বছরে অনেক বেশী বলে মনে করছেন শিলিগুড়ি। এবারের ধোয়ায় মানুষের অশান্তি বাড়ছে অনেকটাই। চোখের সমস্যা থেকে অনেক সমস্যা বাড়ছে মানুষের।
একটু রাত হলেই ধোয়ায় ঢেকে যাচ্ছে গোটা শহর। প্রতিবছর এই সময় ধোয়া থাকে এবারে ধোয়ার দাপট অনেকটাই বেশী বলে মনে করছেন শহর শিলিগুড়ির মানুষ। কি কারনে এত ধোয়া? জানালেন বনে পোড়ানো হচ্ছে ধোয়া। সেই কারনে এত সমস্যা তৈরী হচ্ছে। তবে এতে মানুষের সমস্যা আরো তীব্রতর হচ্ছে। বিশেষ করে বাচ্চাদের এবং বয়ষ্ক মানুষের সমস্যা বাড়ছে অনেকটাই। গোটা শিলিগুড়ি শহরের মোট সাতচল্লিশটা ওয়ার্ডেই এই ধোয়ায় ঢেকে যাচ্ছে সন্ধ্যায়।বিশেষ করে রাতে আরো সমস্যা তৈরী হচ্ছে অনেকটাই। কতদিন এইভাবে চলবে? বন দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন দু এক দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তবে দিনের পর দিন যদি এই অবস্থা থাকে তবে সমস্যা আরো বাড়তে পারে বলে মনে করছেন শিলিগুড়ির মানুষ।