বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার কয়েকঘণ্টা আগে বড় চমক দিল বিজেপি। লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরে সামিল হলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী অনুরাধা পড়োয়াল।
তাঁর পদ্ম শিবিরে যোগদানের সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি তাঁকে টিকিট দিতে চলেছে গেরুয়া শিবির?
শনিবার দুপুরে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিজেপির নেতৃত্বদের কাছ থেকে হাতে তুলে নিলেন পদ্ম পতাকা। তাঁকে বিজেপির উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানানো হয়। কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী অনুরাধা পড়োয়াল। ৯০-এর দশকের ভক্তিমূলক গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন। বর্তমানে তাঁর বয়স ৬৯ বছর।
সনাতন ধর্মের সাথে গভীর সম্পর্ক থাকায় বিজেপিতে যোগ দিয়েছেন বলে কিংবদন্তী এই সঙ্গীতশিল্পী জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমি বিজেপিতে যোগ দিতে পেরে খুশি। সনাতনের (ধর্ম) সঙ্গে বিজেপির গভীর সম্পর্ক রয়েছে। এটা আমার সৌভাগ্য যে আমি আজ বিজেপিতে যোগ দিচ্ছি।তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর তাঁকে লোকসভা নির্বাচনের প্রার্থী করা হতে পারে। তবে কোন আসন থেকে তিনি লড়বেন তা এখনও চূড়ান্ত নয়।
একইসঙ্গে বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, অনেকদিন ধরেই ভাবছিলাম রাজনীতিতে আসব কিনা। অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললাম। এতদিন ধরে মানুষের হয়ে গান গেয়েছি। রাজনীতিতে যোগ দিয়ে তাঁদের জন্য কাজ করতে চাই।”
ইতিমধ্যেই দুটি দফায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। তাতে বেশ কিছু তারকা মুখও আছে।তাতে বেশ কিছু তারকা মুখও আছে। এবার বিজেপির হয়ে ভোটের লড়াইয়ে সামিল হওয়ার সিদ্ধান্ত নিলেন প্রবীণ এই সঙ্গীতশিল্পী। ভক্তিমূলক গানের জন্যই বিখ্যাত তিনি। সচিন দেব বর্মণের সঙ্গে কাজ করেছেন তিনি। এমনকি তাঁর স্বামী অরুণ পড়োয়ালও ছিলেন সুরকার। তিন দশক আগেই স্বামী প্রয়াত হয়েছেন। সম্প্রতি তাঁর পুত্র বিয়োগও হয়েছে।