বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শনিবার দুপুর তিনটের সময় আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক বৈঠক করে ভোট ঘোষণা করা হবে। শোনা যাচ্ছে, ২০১৯ সালের মতোই ২৪ এর লোকসভা নির্বাচন একাধিক দফায় হতে পারে বলে জোর জল্পনা। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি।
কিন্তু জানেন কী প্রধানমন্ত্রী মুখ হিসাবে কাকে চাইছেন দেশের মানুষ? নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী? ABP-CVoter এর ওপিনিয়ন পোলে (Opinion Poll) উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য।
ভোটের মুখে ABP CVoter এর সঙ্গে হাত মিলিয়ে একটি সমীক্ষা চালিয়েছে। একাধিক বিষয়কে মাথায় রেখে এই সমীক্ষা (ABP Cvoter Opinion Poll) চালানো হয়। প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী (PM Modi Vs Rahul Gandhi) দেশের মানুষের কাকে পছন্দ। তা নিয়ে সমীক্ষা চালায় ABP CVoter। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার সহ একাধিক রাজ্যে এই সমীক্ষা চালানো হয়। আর সেই সমীক্ষাতে প্রধানমন্ত্রী মুখ হিসাবে নরেন্দ্র মোদীর উপরেই ভরসা রেখেছে দেশের মানুষ।
ABP CVoter এর সমীক্ষা অনুযায়ী, দেশের ৬২ শতাংশের বেশি মানুষ প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর উপর ভরসা রেখেছে। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মুখ হিসাবে দেখতে চান দেশের ২৭.৫৫ শতাংশ মানুষ। চার শতাংশেরও বেশি মানুষ দুজনের মধ্যে কাউকেই চান না বলেই সমীক্ষায় জানিয়েছেন। 5.27 শতাংশ মানুষ এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না বলেই সমীক্ষায় (ABP Cvoter Opinion Poll) জানিয়েছেন।
একাধিক রাজ্যে ABP CVoter এর তরফে সমীক্ষা চালানো হয়। সমীক্ষা হয় (ABP Cvoter Opinion Poll) বাংলাতেও। দেশের প্রধানমন্ত্রী হিসাবে 63.94 শতাংশ বাংলার মানুষ নরেন্দ্র মোদীকেই চান বলে সমীক্ষায় দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী হিসাবে রাহুল গান্ধীকে চান 29.26 শতাংশ মানুষ। রাহুল গান্ধী কিংবা নরেন্দ্র মোদী হিসাবে কাউকেই চান না 3.32 শতাংশ মানুষ। বলতে পারবেন না বলে জানান 3.48 শতাংশ মানুষ।
অন্যদিকে মোদী সরকারের কাজে দেশের ৪০ শতাংশের বেশি মানুষ খুশি বলে সমীক্ষায় (ABP Cvoter Opinion Poll) জানিয়েছেন। প্রায় ২৯ শতাংশের বেশি কিছু মানুষ খুশি নয় বলে জানিয়েছেন ABP CVoter এর সমিক্ষায়।