বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সকালের দিকে নিয়ম করে মেঘলা আকাশ। মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, কিন্তু বেলা একটু বাড়লেই প্রবল রোদ। গরম পড়ে গেলেও একটা বাসন্তিক পরিবেশ আছে। এখনও দেহ পড়ানো রোদ আসে নি। তবে একটা বৃষ্টির পূর্বাভাস আছে। তবে হাওয়া অফিস জানাচ্ছে, এই সপ্তাহেই ২/৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। ফের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। চলতি সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) সমস্ত জেলা। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ১৫ মার্চ দক্ষিণবঙ্গের উত্তরের দিকে বৃষ্টিপাতের অধিক সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও জারি থাকবে বৃষ্টি। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। কলকাতাতেও বৃষ্টি হতে পারে। আজ কলকাতায় তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। বৃষ্টির ফলে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া একই রকম থাকবে।