মদনমোহন সামন্ত, কলকাতা, ১৪ মার্চ ২০২৪ :— আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে দিনক্ষণ ঘোষিত হওয়ার আগেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
ভাজপা আংশিক প্রার্থীতালিকা আগেই ঘোষণা করার পর তৃণমূল কংগ্রেস ব্রিগেডের সমাবেশ থেকে সম্পূর্ণ প্রার্থীতালিকা ঘোষণা করেছে। তার পরেই শুরু হয়েছে পূর্ণোদ্যমে দেওয়াল লিখনের কাজ। ভাজপা’র যাদবপুর কেন্দ্রের প্রার্থী ড. অনির্বাণ গাঙ্গুলী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ।
মঙ্গলবার সকালে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত ১০০ নং ওয়ার্ডের নাকতলা আমতলা রিক্সা স্ট্যান্ড সংলগ্ন দু’টি দেওয়াললিখন সম্পূর্ণ করেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ড. অনির্বাণ গাঙ্গুলী’র সমর্থনে।
অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা দুপুরেই তা মুছে দিয়েছেন। ভাজপা স্থানীয় স্তরে নেতাজীনগর থানার আইসি এস লামাকে হোয়াটসঅ্যাপে ছবি সহ বিস্তারিত বিবরণ জানায়। এমনকি বিকালের দিকে তাঁর সঙ্গে দেখা করলে তিনি জানান, তৃণমূলের লোকজনদের সঙ্গে কথা বলে তিনি একটা সমাধানে পৌঁছবার চেষ্টা করবেন।
ভাজপা’র স্থানীয় সূত্রে আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেস তাদের দেওয়াললিখন মুছে দিলেও পাশেই সিপিআইএম-এর দেওয়াললিখন অবিকৃত রেখেছে। এই বিষয়ে তারা নেতাজীনগর থানার স্পষ্ট বক্তব্য ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। সেই দাবি আরও জোরদার করতে ১০০ ওয়ার্ডের নাকতলা উদয়ন সংঘ ও অরবিন্দনগর জলের ট্যাঙ্কের সামনে কিছু দেওয়াল নিয়ে তৃণমূলের সঙ্গে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় অঞ্চলে তাদের প্রার্থী ড. অনির্বাণ গাঙ্গুলী এবং জেলা নেতৃত্বদের নিয়ে হাজির হয়েছিলেন। ওখানেই জমায়েত করে তাঁরা তীব্র প্রতিবাদ জানাচ্ছিলেন।
অভিযোগ, প্রতিবাদ কর্মসূচি চলতে চলতেই স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থকরা তাঁদের উপর চড়াও হয়। বচসা প্রায় হাতাহাতির পর্যায়ে গেলে ভাজপা সমর্থকরা তাঁদের প্রার্থীকে নিয়ে অন্যত্র নিরাপদ স্থানে সরে যান। পরে নেতাজীনগর থানাতে অভিযোগ জানাতে পৌঁছন।