বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হল এনজেপী থেকে পাটনা বন্দে ভারত। আজ রিমোট কন্ট্রোলের মাধ্যমে উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়ি থেকে এই ট্রেনের যাত্রার সূচনা করলেন বিধায়ক শঙ্কর ঘোষ।
প্রায় পচাশি হাজার কোটি টাকা ব্যায় করে এই ট্রেনের সূচনা হল আজকে। উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা তুলে এই ট্রেনের যাত্রার সূচনা করে বিধায়ক শঙ্কর ঘোষ জানান, আমাদের দরকার ছিল এই ট্রেনের। আজকে উত্তরবঙ্গের মানুষের কাছে আমাদের এই উপহার এক বিশাল আনন্দঘন সময়। বিহার এবং বাংলার মধ্যে এক নতুন যোগসুত্র সংগঠিত হল আজকে। এদিন বিধায়ক জানান বন্দে ভারত আজ থেকে চালু হয়ে যাওয়ায় মানুষের উপকার হবে। ভারতবর্ষকে নতুনভাবে জুড়ে রাখছে এই ট্রেন। এদিন এনজেপী ষ্টেশনে উপস্থিত ছিলেন বিজেপীর প্রচুর কর্মী এছারাও উপস্থিত ছিলেন প্রচুর সমর্থকেরা। আপাতত সপ্তাহে তিনদিন চলবে এই ট্রেন। পরে সেটা আবার বাড়িয়ে দেওয়া হবে।বলে জানান বিধায়ক।