বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ফের কনকনে ঠান্ডা রাজ্য জুড়ে। অনেক জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি নিচে নেমে গিয়েছে। ৭২ ঘন্টায় কলকাতার তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে ছয় ডিগ্রির মতো। তবে এই শীত বেশিদিনের নয়। শীত বিদায়ের সময় উপস্থিত হয়েছে। সরস্বতী পুজোর পর থেকে ধীরে ধীরে শীত বিদায় শুরু হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টিপাতের তেমন কোনও পূর্বাভাস নেই। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে এই সময়ের মধ্যে জেলাগুলিতে হাল্কা কুয়াশা থাকতে পারে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে আগামী দিন দুয়েক উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের দু’দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও এবং পরের দিকে আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলয়িসায়। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। বৃহস্পতিবার যা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৩৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি।