বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পূর্ব বর্ধমান :স্বাধীনতা দিবস’ আমাদের কাছে একটা আবেগ। সেই আবেগেই গা ভাসিয়ে দিয়েছেন সমস্ত ভারতবাসী। পূর্ব বর্ধমান তার থেকে ব্যতিক্রম নয়। স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের ‘আরম্ভ’ নামক একটি সংস্থার উদ্যোগে আয়োজিত হল তিরঙ্গা যাত্রা। তিরঙ্গা মাথায় নিয়ে বর্ণাঢ্য পদ যাত্রার এই ছবি ধরা পড়ল কাটোয়া শহরে। কাটোয়া শহরের মধ্যে আরম্ভ নামক এই গ্রুপের পরিচালনায় আয়োজিত হয় তিরঙ্গা যাত্রা। যেখানে তিরঙ্গার দৈর্ঘ্য ছিল ৩০০ ফুট। বিশালাকার তিরঙ্গা মাথায় নিয়ে বর্ণাঢ্য পদযাত্রায় পা মেলায় কাটোয়া শহরের যুবক-যুবতি থেকে শুরু করে অগণিত মানুষ। ৭৯’তম স্বাধীনতা দিবস উপলক্ষে আরম্ভের এই কর্মকাণ্ডের সূচনা করেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা এবং কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি।
এই বিষয়ে সংস্থার প্রেসিডেন্ট সৌম্য রুদ্র ব্যানার্জী বলেন, “বহু মানুষ আমাদের সঙ্গে পা মিলিয়েছেন। এটা খুবই একটা আনন্দের বিষয়। আর আগামী দিনেও আমরা নতুন কিছু শহরবাসীকে উপহার দেওয়ার চেষ্টা করব। শহরবাসী, পুলিশ প্রশাসন অনেক সাহায্য করেছেন।” জানা গিয়েছে , বছর কয়েক আগে কাটোয়া শহরের আরএমসি ময়দান থেকে এই তিরঙ্গা যাত্রার সূচনা হয়েছিল। কিন্তু দু’বছর ধরে এই তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হচ্ছে কাটোয়া শহরের কাশীরাম দাস বিদ্যায়তন প্রাঙ্গণ থেকে। প্রথমে ৫০ ফুট দৈর্ঘ্যের তিরঙ্গা দিয়ে শুরু করলেও বর্তমানে ৩০০ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকার তিরঙ্গা নিয়ে এই পদযাত্রার আয়োজন করা হয় এই সংস্থার পক্ষ থেকে।
