বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার কেবলরামপুর এলাকার একটি বাস প্রতীক্ষালয় থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার কাছে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ।
পুলিশ সুত্রে জানাযায়, ধৃতের নাম মনজুর আলী, বাড়ি হরিহরপাড়া থানার পাথরঘাটা এলাকায়।শনিবার রাতে হরিহরপাড়ার কেবলরামপুর এলাকার একটি বাস প্রতীক্ষালয় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার আইসি অরুপ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে হানা দিয়ে একজন যুবকে আটক করে। তার কাছে
তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র (৩০৩ বোরের রাইফেল) ও দুটি তাজা কার্তুজ। তারপর তাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার সকালে ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে পাঠায় সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো। কি উদ্দেশ্যে এই বাস প্রতীক্ষালয়ে ঘোরাফেরা করছিল এবং কেনই বা তার কাছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ রেখেছিল সম্পূর্ণ ঘটনা তদন্ত করে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ।
