বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কেশপুর, পশ্চিম মেদিনীপুর: শনিবার বিকেল পাঁচটা নাগাদ নাড়াজোল থেকে কেশপুরের দিকে আসার পথে মহিষদা পেট্রোল পাম্পের কাছে রাস্তার ধারে থাকা জড়ো করে রাখা ইটে ধাক্কা মারে চার চাকার গাড়ি।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের, আহত তিনজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গাড়িটিতে মোট পাঁচজন ছিল। প্রত্যক্ষদর্শী নাসেরা বেবি জানান আমি দোকান খুলতে এসেছিলাম হঠাৎ করে দেখলাম, একটি চারচাকা গাড়ি কেশপুরের দিকে আসছিল খুব দ্রুত গতিতে, কিছু বুঝে ওঠার আগেই ইটে থাকে ধাক্কা মারে। চিৎকার শুরু করে পাশে থাকা লোকজন, আমি জল নিয়ে গিয়ে দিলাম। ঘটনাস্থলে ২ জন মারা যায়। তবে এরা মত্তব্য অবস্থায় ছিল এমনটাই জানা গিয়েছে। পুলিশ এসে মৃতদেহ গুলি উদ্ধার করে নিয়ে যায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করে। প্রত্যেকের বাড়ি কেশপুর থানার অন্তর্গত কলাগ্রামে।
