বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভূমিকম্পের পর সুনামি! রিখটার স্কেলে ৮.৮ মাত্রার কম্পনে দুলে উঠেছিল কামচটকা। তখনই জারি করা হয়েছিল সতর্কতা। এবার সুনামির ঢেউ আছড়ে পড়ল জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকা ও রাশিয়ার পূর্ব উপকূলের কুরিল দ্বীপে। ইতিমধ্যেই জাপানের তরফে পূর্বাভাস, বারবার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। ঢেউ উঠতে পারে ৩ মিটার উচ্চতাতেও। উপকূলবর্তী এলাকা থেকে সমস্ত বাসিন্দাদের দ্রুত সরিয়ে দেওয়া হচ্ছে। যতক্ষণ না সতর্কতা তুলে নেওয়া হবে, ততক্ষণ ওই সমস্ত এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খালি করা হয়েছে জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র।
সুনামির সতর্কতা জারি করা হয়েছে চিনের একাংশেও। আশঙ্কা রয়েছে আমেরিকাতেও সুনামি আছড়ে পড়ার। এদিন স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠে রাশিয়ার কামচাটকা পেনিনসুলা। প্রথমে বলা হয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮। পরে জানানো হয়, ভূমিকম্পের মাত্রা ৮.৭। সাম্প্রতিককালে এই অঞ্চলে যতগুলি তীব্র ভূমিকম্প হয়েছে, তার মধ্যে অন্যতম এদিনের এই ভূমিকম্প।
