বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গ্রেফতার পৌরসভার চালক। হুগলীর উত্তরপাড়া কোতরং পৌরসভার ভ্যাটের গাড়ির ধাক্কায় মৃত্যু এক ৩ বছরের শিশুর। শিশুকে নিয়েই রাস্তায় অবরোধে বসে পড়েন শিশুর মা বাবা ।
বাড়ির সামনেই রাস্তায় খেলছিলো শিশু আচমকাই পৌরসভার একটি ভ্যাটের গাড়ি ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু ওই শিশুর । গ্রেফতার করা হয় ঘাতক গাড়ির চালক কে।পৌরসভার গাড়িটিকে কেও আটক করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।