বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাগদা হাসপাতাল সংলগ্ন কৃষি মান্ডির পেছন থেকে যুবকের গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চঞ্চল্য ছাড়ালো। খবর পেয়ে ঘনাস্থলে গিয়ে পৌছায় বাগদা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় মৃত যুবকের নাম পীযুষ হালদার(৩৫)। বাগদা থানার নছেপোঁতা এলাকার বাসিন্দ। পীযুষ চাষাবাদ করত বলে জানা যায়। কিন্তু কি কারনে তার খুন হয়েছে তা এখনো পর্যন্ত ধোঁয়াশা।
ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।