বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:  *বাইজিদ মন্ডল মগরাহাট:-* ধর্ম যার যার উৎসব সবার,এই মূল বিষয় কে কেন্দ্র করে,প্রতি বছরের মতো এবারও আসন্ন পবিত্র রমজান মাস ও খুশির ঈদ উপলক্ষে দুঃস্থ অসহায় ও পিছিয়ে পড়া পরিবারের মধ্যে একটু আনন্দ দেওয়ার জন্য ইফতারি মজলিস সঙ্গে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়।

 

জুগদিয়া সবুজ সংঘের ব্যবস্থাপনায় এবং যুগদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেস এছড়াও দক্ষিন ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের সহযোগিতায় প্রায় দুই শতাধিক পরিবারের বৃদ্ধ, বৃদ্ধা ও অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ ও ইফতার মজলিস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন মগরাহাট দুই নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতি বাচ্চু শেখ, মগরাহাট দুই নম্বর ব্লক শিক্ষার কর্মাধ্যক্ষ গোবিন্দ মন্ডল,মগরাহাট দুই নম্বর ব্লকের স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ দুর্গা প্রসাদ ভট্টাচার্য, শিশু ও নারী কর্মাধ্যক্ষ জাহানারা বিবি,দক্ষিন ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সদস্য ও জুগদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইকবাল হোসেন,গোকর্ণী অঞ্চল সভাপতি বিশ্বনাথ সর্দার সহ অন্যান্য নেতৃত্ব প্রমুখ। জুগদীয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইকবাল হোসেন জানান সারা বছরই আমরা বিভিন্ন রকম সমাজ সেবা মূলক কাজ করে থাকি। বিগত বছরের ন্যায় চলতি বছরের রমজান মাসে ঈদের আগে সাধারণ অসহায় পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে পেরে আমরা অত্যন্ত খুশি।তিনি আরো বলেন বাংলায় পারস্পরিক হিন্দু মুসলিম এক সঙ্গে মিলে মিশে বসবায় করছি। বিজেপি তথা শুভেন্দু অধিকারী যতই চেষ্টা করুক না কেনো এই বাংলায় হিন্দু মুসলিম এদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার,কোনো দিন পারবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *