বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তৃণমূলের পক্ষ থেকেই শ্রীরামপুর থানায় ও লালবাজারে অভিযোগ।বিধায়কের সম্মানহানির হওয়ার অভিযোগ দলের ।

 

তৃনমূল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়ের নামে ফেসবুকে ভুয়ো একাউন্ট খোলা হয়। অভিযোগ সেই একাউন্ট থেকে সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ অনুগামী ও পরিচিতদের এসএমএস করা হচ্ছিল।ফোন নম্বর নিয়ে ফোন করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাওয়া হয় বলে অভিযোগ।বিষয়টি বিধায়ক অনুগামীদের নজরে আসতেই তাদের পক্ষ থেকে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয় কয়েক দিন আগেই।বিধায়কও লালবাজারে অভিযোগ করেছেন।

প্রতারকদের এই ভাবে বিধায়কের নাম ব্যবহারে শোরগোল পরেছে তৃনমূলের অন্দরে।

সুদীপ্ত রায়ের অনুগামী তৃনমূল কর্মি শুভময় দাস জানান, বেশ কিছুদিন ধরে ফেসবুকে একটি একাউন্ট আমরা লক্ষ্য করছি আমাদের বিধায়কের নাম ও ছবি ব্যবহার করা হচ্ছিল।এই নিয়ে শ্রীরামপুর থানায় আমি লিখিত অভিযোগ করি। বিধায়কের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে অন্য একাউন্ট থেকে ফার্নিচার বিক্রির নামে টাকা চাওয়া হচ্ছে।আরো নানা ভাবে টাকা চাওয়া হচ্ছে।রিষড়ার একজনের থেকে নয় হাজার টাকা নিয়েছে বলে জানা গেছে।তাই সবাইকে বলছি, আপনারা এই প্ররোচনায় পা দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed