বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: হুগলি বিজেপিতে সভাপতি বদল হয়েছে। পুরোনো মুখেই ভরসা রেখে নতুন সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন গৌতম চট্টোপাধ্যায়।আর তার নিযুক্তির পরেই হিন্দুত্বের জিগির তুলে ব্যানার পড়ল হুগলি সদর চুঁচুড়ায়।

 

চুঁচুড়া ঘড়ির মোরে নব নিযুক্ত সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের ছবি দিয়ে বিজেপি ব্যানার লেখে।হিন্দু হিন্দু ভাই ভাই ২৬ শে এবার বিজেপি চাই।আর এই ব্যানার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

 

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন,বিজেপির নতুন সভাপতি হয়েছে।সভাপতির গলায় মালা দিয়ে ব্যানার লাগিয়ে দিয়েছে।অতি উৎসাহী বিজেপি কর্মীরা ভুলে গেছে, এটা পশ্চিমবাংলা।এখানে সবার উপরে মানুষ।আর সেই মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুভেন্দুর আশা পূরণ হবে না।ওর বারা ভাতে ছাই পড়বে।

বিজেপি হুগলী সংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন,আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা, বাংলাদেশের মতো না হয়।তাই এই রাজ্যের সকল হিন্দুর এক হওয়ার প্রয়োজন আছে।বিজেপি একমাত্র দল যারা হিন্দুদের নিয়ে ভাবে।তাই ২৬ এর নির্বাচনে হিন্দুদের এক হয়ে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে।নতুবা এই বাংলার হিন্দুদের অন্য রাজ্যে পাড়ি দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed