বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ফেরাতে হবে স্কুলের পরিবেশ, উদ্যোগী হতে হবে সবাইকেই এই মর্মের নির্দেশিকা জারি করতে চলেছে স্কুল কর্তৃপক্ষ। জানা গেছে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হবে স্কুল ছাত্র ছাত্রীদের স্কুলে এসে শুধু পড়াশোনা করলেই চলবে না, উদ্যোগী হতে হবে স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মেও।
ছাত্র-ছাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্ন ড্রেস পরে স্কুলে আসতে হবে। স্কুলের আবর্জনা জমা থাকলে তা পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব যেমন স্কুল কর্তৃপক্ষের, তেমনি ছাত্র-ছাত্রীদের ও। বিভিন্নভাবে স্কুলের মান এবং মর্যাদাকে বাড়িয়ে তুলতে এবার উদ্যোগ নিতে চলেছে বিভিন্ন স্কুলগুলি। যার দায়িত্ব এবার বর্তা বে ছাত্র-ছাত্রীদের উপর ও। স্কুল ছুট ছাত্র-ছাত্রীদের আবার স্কুলে ফিরিয়ে আনতে হবে, এই নির্দেশিকাই সম্ভবত আসতে চলেছে স্কুলের উপরে। তাই আর দেরি করতে রাজি নয়, স্কুল কর্তৃপক্ষ। বিভিন্নভাবে পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা, বাংলা মাধ্যম স্কুলগুলির জনপ্রিয় টা ফিরিয়ে আনতে।