বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জন্মের পর মারা গিয়েছিল সদ্যোজাত, তাই ঘরে না গিয়ে ঝাড়ুদার কে তিন হাজার টাকা দিয়ে বাচ্চা ফেলে দেওয়ার দায়িত্ব দিয়েছিল বাবা-মা।
তার কথামতো সদ্যেজাতে দেহ ফেলে দিয়ে এসেছিল ওই ঝাড়ুদার। কিন্তু দেখে ফেলেন এক মহিলা পুলিশ, তিনি জিজ্ঞাসা করলেই আসল কথা বলে দেয় ওই ঝাড়ু দার। তার কথামতো ওই মৃত সদ্য জাতের বাবা মাকে জিজ্ঞাসা করতে শুরু করে পুলিশ। জানা গেছে বাচ্চার মৃত্যু হয়েছে জেনে হতাশ হয়ে পড়েছিলেন, তাই হতাশার ঠোঁটে তারা এই কাজ করে ফেলেছেন। পুলিশ অভিযুক্তদের নিয়ে যায়। আজকে তাদের শিলিগুড়ি কোর্টে তোলা হলে আদালত তাদের সাত দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে।