বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ইতিমধ্যে তৃণমূল নেতা কুনাল ঘোষের একটি বিষয় নিয়ে খুবই আলোচনা শুরু হয়েছে। সোমবার তৃণমূলের এক অনুষ্ঠানে তিনি বলেন, আর জি কর কাণ্ডের সময় যে শিল্পরা প্রতিবাদের পথে নেমেছিলেন তাদের যেন কোনো অনুষ্ঠানে না ডাকা হয়! আর তার জন্যই শিল্প লগ্নজিতাকে বাদ দেওয়া হলো অনুষ্ঠান থেকে।

 

মধ্য কলকাতার – কুল কোয়েস্ট কানির্ভালে ঘটেছে এই ঘটনা। সোমবার সেখানেই শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর গানের অনুষ্ঠান ছিল। এমনকী, নাম ঘোষণা শুধু মৌখিকভাবে হয়নি। কার্নিভালের হোর্ডিং থেকে শুরু করে ফেসবুক পেজ, সর্বত্র সেই প্রচারও করা হয়। এটির আয়োজক ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপর্ণা দত্ত। তিনি নিজেও ফেসবুকে লগ্নজিতার নামই পোস্ট করেছিলেন। কিন্তু কুনাল ঘোষের নিষেধের পরে আর কার সাহস হবে লগ্নজিতাকে দিয়ে অনুষ্ঠান করানো!!

এই কথার মধ্য দিয়ে কুনাল ঘোষের তীব্র প্রতিহিংসামূলক মানসিকতা প্রকাশ পেয়েছে। আর জি কর কাণ্ডে প্রশাসন ও রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন অনেক শিল্পী। আবার নচিকেতার মতো কিছু শিল্পী অবশ্য নীরব ছিলেন। ওই অনুষ্ঠানের তালিকায় ছিলেন লগ্নজিতা চক্রবর্তী। রাতের পর রাত জেগেছেন তিলোত্তমার সড়কে। সেই ‘শাস্তি’ কি পেলেন তাহলে? আর সেই জায়গায় ডাক পেলেন ‘চুপ থাকা’ নচিকেতা চক্রবর্তী। এভাবে একজন শিল্পীর স্বাধীনতায় হাত দেওয়ার প্রতিবাদ করেছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *