বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মেয়র চালাতে পারছেন না শহরকে, জল যন্ত্রণায় বিপর্যস্ত মানুষ। তাই মেয়র পদত্যাগ করুন, আজ এই দাবি নিয়ে শিলিগুড়ি পুরসভা তে বিক্ষোভ দেখালো বিজেপি, তার নেতৃত্বে ছিলেন বিধায়ক শিখা চ্যাটার্জী, এবং বিধায়ক শংকর ঘোষ।

 

বিধায়ক শিখা চ্যাটার্জি জানালেন দিনের পর দিন পানীয় জলের সমস্যায় ভুগতে শিলিগুড়ি, মেয়র বলে যাচ্ছেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। জল আসলেও বেশিক্ষণ থাকে না, বিকালের দিকে আসে না, এবং কোন কোন সময় জল ঘোলা আসে। যারা অবস্থা পণ্য মানুষ তারা সহজেই পানীয় জল কিনে নিচ্ছেন, কিন্তু যারা আর্থিকভাবে একেবারেই সক্ষম নন তারা কি করবেন? এই ঘোলা জলই খাবেন? শিলিগুড়ি পুরসভা, বলা চলে শিলিগুড়ির অপদার্থ পুরসভা দিনের পর দিন শিলিগুড়ি শহরের মানুষকে আশ্বাস দিয়ে চলেছে , ইয়াকুব তাড়াতাড়ি জলের সমস্যা, পানীয় জলের সমস্যা সমাধান হয়ে যাবে। অথচ সমস্যা যে তিমিরে ছিল ওখানেই পড়ে আছে, আজকে বিজেপির সদস্য এবং সমর্থকেরা শিলিগুড়ি পুরসভা সামনে অবস্থান বিক্ষোভ দেখান, বিধায়ক শংকর ঘোষ জানালেন এত আশ্বাস দিয়ে ফেলেছেন মেয়র মানুষকে, যে মানুষ আর বিশ্বাস করতে পারছেনা। আমরা ভাবতেই পারি না যে আমরা পানিয় জল খেতে পারব না, কেন পারছেনা পুরোসভা জবাব তো ওদেরই দিতে হবে। জল জীবন, আর জল দিতে পারছে না মানুষকে শিলিগুড়ি পুরসভা, এই অপদার্থ পুরসভা কতদিন? মেয়র আপনি দ্রুত পদত্যাগ করুন জানালেন দুই বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *