বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এখনো পর্যন্ত দেখা নেই ঠান্ডার, তাই হতাশ মানুষ হতাশ পর্যটকেরা। দিনের পর দিন অপেক্ষা করেও আসছে না ঠান্ডা। শিলিগুড়িতে তাপমাত্রার দিনের বেলায় 14 থেকে 16 ডিগ্রির কাছাকাছি থাকছে।
অন্যদিকে রাতে তাপমাত্রা কিছুটা কমলেও ডিসেম্বরের শেষে কই ঠান্ডা? আবহাওয়া দপ্তর জানিয়েছে , মৌসুমী বায়ুর ঘূর্ণিবতের কারণে ঠান্ডা পড়ছে না। আর আকাশে মেঘ আছে সেই কারণেই ঠান্ডা নেই। কবে থেকে পড়তে পারে ঠান্ডা, আবহাওয়া দপ্তর জানিয়েছে যদি সবকিছু ঠিকঠাক থাকে দু-একদিনের মধ্যেই ঠান্ডা পড়বে, তাপমাত্রা নেমে যাবে অনেকটাই। মানুষ বলছেন সেটাই হবে মঙ্গল। কারণ তাপমাত্রা না কমলে শীতের আমেজ আসবে কিভাবে? ডিসেম্বর মা শিলিগুড়িতে মজার মাস, মেলা থেকে খাওয়া-দাওয়া , সিনেমা সবই থাকে। কিন্তু ঠান্ডা না পড়লে সব কিছুই মাটি হয়ে যাচ্ছে। কবে থেকে পড়বে ঠান্ডা? জিজ্ঞাসা করছেন সাধারণ মানুষ, ঠান্ডা পড়লেই তো শিলিগুড়িতে থাকবার আসল মজা বোঝা যাবে। মানুষ তো এটাই চাইছেন।