বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগে একটা সময়, ২৫ তারিখ থেকে পয়লা জানুয়ারি কার্ডের দোকানে দিল ধরণের জায়গা হতোনা। কে কটা কার্ড কিনবে, কটা কাকে দেবে এই নিয়ে হুড়োহুড়ি থাকতো।
বর্তমানে হারিয়ে গেছে সবকিছু, সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন গ্রিটিংস কার্ড এর মূল্য একেবারেই নেই বললেই চলে। ফেসবুক হোয়াটসঅ্যাপ এর যুগে এখন কে যাবে কার্ড কিনতে? হারিয়ে গেছে সবকিছু। প্রভাব পড়েছে, আর শেষ হয়েছে পুরানো কিছু স্মৃতি। আগে এক সময় এত কার্ড বিক্রি হতো , যে দেখাই যায় না। বর্তমানে মোবাইল হারিয়ে দিয়েছে সব কিছুকেই। শুভেচ্ছা এখন আর কার্ডে নয় মোবাইলে। তাই মূল্যহীন কার্ড কিনে আর কেউ চান না সময় এবং অর্থ নষ্ট করতে। কিছু কিছু জায়গায় বিক্রি হয় হয়তো, তবে খুব সামান্যতা। হারিয়ে গেছে, সেই কার্ড কেনার আনন্দ। মোবাইল হারিয়ে গিয়েছে কার্ড এর মাহাত্ম্যকে।