বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: যে কোনও সময় লোকসভা ভোটের দিনক্ষণ (Lok Sabha Election 2024) ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন! ইতিমধ্যে বাংলায় ভোট প্রস্তুতি খতিয়ে দেখে গেছে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ফুলবেঞ্চ। যা খবর, আগামী ১৪ থেকে ১৫ মার্চের মধ্যে ভোটের দিন ঘোষণা করতে পারে কমিশন। ফলে হাতে একেবারেই আর সময় নেই।
আর তাই রাজ্যের সমস্ত প্রকল্পের বকেয়া কাজ শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আর তা শেষ করতে হবে আগামী ১৩ মার্চের মধ্যে। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল। আর এই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়। আর সেখানেই বকেয়া কাজ এই সময়সীমার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
তাঁর কথায়, আগামী ১৩ মার্চের মধ্যে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে কমিশন। আর তাই এই সময়সীমার মধ্যে সমস্ত প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, ভোট ঘোষণা না হলেও ইতিমধ্যে বাংলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। মোট ১৫০ কোম্পানি বাহিনী এসেছে। এরপরেই উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ছড়িয়ে পড়েছে এই বাহিনী। এমনকি কলকাতাতেও বাহিনীর টহল চলছে। বাংলার আইনশৃঙ্খলা ইস্যুতে বিশেষ ভাবে কড়া নির্বাচন কমিশন। এমনকি কোনও ধরনের অশান্তি হলে রাজ্য পুলিশের ডিজি দায়ী থাকবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার।
অন্যদিকে সুন্দরবনে বন্যা একটা বড় চ্যালেঞ্জ। প্রত্যেক বছরই কার্যত সেখানকার মানুষকে বন্যার কারণে বিপদের মধ্যে পড়তে হয়। আর সেদিকে তাকিয়ে সুন্দরবনে বন্যা প্রতিরোধে নয়া প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা বিশ্বব্যাঙ্কের সহায়তায় হবে বলে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে।
এই প্রকল্পের আওতায় সুন্দরবনের বিভিন্ন বাধ এবং বিভিন্ন পরিকাঠামো নির্মাণ করা হবে। আর তা করে সুন্দরবন এলাকা বন্যা প্রতিরোধ করা হবে বলে এদিন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পরিজায়ি শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে বলে খবর।
পাশাপাশি ভূমিজ উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্তও এদিন মন্ত্রিসভার বৈঠকে নেন মুখ্যমন্ত্রী। মূলত আদিবাসীদের উন্নয়নে কাজ করবে এই পর্ষদ। এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে আজ বৃহস্পতিবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল শুক্রবার ৮ তারিখ, মহিলা দিবস। শিবরাত্রি থাকায় আজই র্যালি করবেন প্রশাসনিক প্রধান।