বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মানুষ তাকে ভোটে জিতিয়েছেন, আর তাই মানুষের জন্য তিনি সর্বদাই সামনে থেকে কাজ করতে চান। ঠিক এমনটাই জানালেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
শিলিগুড়িতে আমি থাকি না বললেই চলে, তবুও যখন বিধায়ক হয়েছি দায়িত্ব তো আছেই, আর কাজ করতেই হয়। আমাকে দেখে মানুষ ভোট দিয়েছে, বিশ্বাস করে ভোটে জিতিয়েছে, আর আমি কাজের সময় পিছিয়ে যাব তা কিভাবে হয়? শুধুমাত্র আমার ওয়ার্ডেই নয় আমার চোখ আছে শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ডের দিকে। যার যখন প্রয়োজন, আমি আমার ফোন নম্বর দিয়ে দিয়েছি , কাজ করিয়ে নেবেন আমাকে দিয়ে। এদিন সকাল থেকে বিধায়ককে দেখা যায়, নিজের অফিসে বসে মানুষকে পরিষেবা দিতে। গত দুদিন ধরে প্রচুর মানুষ আসছেন, বিভিন্ন ধরনের কাজ নিয়ে, এক একজন মানুষের এক এক ধরনের সমস্যা। এটা শুনতে হবে, এবং সমাধানের উপায় বলে দিতে হবে। তাই যতটা সম্ভব সময় দিচ্ছি আমি। বিকেলেও বসি , মানুষের প্রয়োজন আমি সব সময় আছি। এটা কোন রাজনৈতিক চিন্তাভাবনা নয়, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করা। এটাই আমার দায়িত্ব এবং কর্তব্য, এদিন বিধায়কের কাছে আসেন বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। একের পর এক দেখে বিদায় ও তাদের সমাধানের উপায় বলে দেন। আমি চেষ্টা করি, তারপর যতদূর হয়। জানালেন বিধায়ক সংকর ঘোষ।