বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিষয়গুলি সামাজিক মাধ্যমে তুলে ধরে যে সমস্ত ইউটিউবার, ব্লগার আজ জনপ্রিয়তা অর্জন করেছে তাদের হাতে পুরস্কার তুলে দিলেন বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার।
রায়গঞ্জ এ একটি সেরাদের হাতে পুরস্কার তুলে দিয়ে বিজেপির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার জানালেন আজকের আধুনিক যুগে সমাজকে সচেতন করতে ইউটিউবার এবং ব্লগারদের ভূমিকা অনেক। মানুষ তৈরি হয় ভালো এবং মন্দ দিয়ে। সবাই ভালো দিকটা নিতে পারেন না। আজকে যাদের হাতে আমি পুরস্কার তুলে দিলাম তারা বিভিন্নভাবে সমাজ রাজ্য এবং দেশকে সাহায্য করে আসছেন। এবং মানুষকে সচেতন করে চলেছেন। তাই তাদেরকে উৎসাহ দিতে তাদের হাতে পুরস্কার তুলে দাওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমি মনে করি এইভাবে মানুষকে উৎসাহ করা এবং উৎসাহ দেওয়া দরকার। যাদের যাদের হাতে আজকে আমি পুরস্কার তুলে দিলাম এগিয়ে যাওয়ার জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি।