বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আম্বেদকর এর বিরুদ্ধে করা বক্তব্যের বিরুদ্ধে আজ বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এর তরফ থেকে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে এক বিশাল মিছিল বের হয়।

 

মিছিলের নেতৃত্বে ছিলেন মেয়র গৌতম দেব, জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং দার্জিলিং জেলা স্তরের অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান, আমাদের কাছে ডাক্তার ভিমরাও আম্বেদকর , শুধুমাত্র সংবিধানের রচয়িতায় নন, আমরা ইতিহাস বইতে তার কথা জানতে পেরে বড় হয়েছি এবং শিখেছি। যদি আজকে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক সংবিধান সম্পর্কে কিছু জানে , তবে তার মূল কৃতিত্ব ডাক্তার ভিমরাও আম্বেদকরের। তার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য, আমাদের প্রত্যেককেই অসম্মান করেছে। আমরা এই মন্তব্যের বিরোধিতা করে, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের মন্তব্য করে অমিত সাহ শুধুমাত্র নিজেকেই ছোট করলেন না, কোটা ভারতবাসীর কাছে নিজের সম্মান নষ্ট করে ফেললেন। তার মন্তব্যের জন্য তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, আপামর ভারতবাসীর কাছে। কারন আমাদের মনের মিল নাও থাকতে পারে, কিন্তু কিভাবে একজন বরেন্য চরিত্রের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করলেন উনি? আমাদের কাছে ডাক্তার ভীমরাও আম্বেদকর একজন বর্ণময় চরিত্র। ভারতবর্ষের সংবিধানের স্রষ্টা উনি। তাকে অপমান করলে, দেশকেই অপমান করা হয়। এদিন মিছিলের পুরো ভাগে ছিলেন, শিলিগুড়ি ৪৭ টি ওয়ার্ডের কাউন্সিলর এবং এম এমআই সিরা। মিছিলটি শিলিগুড়ি বাঘা যতীন পার্ক থেকে শুরু হয়ে, এয়ার ভিউ মোড়ে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *