বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শহর শিলিগুড়িতে, কালভার্ট নিয়ে সমস্যায় মানুষ। শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকা জুড়ে কালভার্ট ভেঙে পড়ে আছে, অথবা নিচে ঢুকে আছে। পথ চলতে মানুষের সমস্যায় পড়তে এক ঘন্টাও লাগবে না।
শিলিগুড়ির বিভিন্ন এলাকা কালভার্ট আক্রান্ত এ আক্রান্ত। মানুষের সমস্যা হতে পারে যে কোন সময়, মানুষের সমস্যা বাড়ছে কাল ভার্টের জন্যই। বিশেষ করে সন্ধ্যাবেলা বয়স্ক এবং বাচ্চাদের রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে যে কোন সময়। শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, সারাই হয়ে গেছে অনেকগুলো কিছু বাকি আছে। কিন্তু দুর্ঘটনা ঘটতে কতক্ষন লাগবে, করতে গেলে কে দায়ী থাকবে। এ প্রশ্নের উত্তর কেউ দিতে পারবেন না। বিপদ আসতে পারে যে কোন দিক থেকে, আর এখন থেকে যদি সচেতন হয়ে মেরামতি না করা হয়, তবে সমস্যা বাড়তে পারে অনেক, তার জন্য দায়ী থাকবেন কে?