বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রবিবার আগরতলা রেল স্টেশন থেকে সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করে পুলিশ। যে তিন জন ধরা পড়েছে তাদের মধ্যে একজনের বয়স ১৯ বছর।

 

১৯ বছরের ছোটন দাস, ২০ বছর বয়সী বিষ্ণু চন্দ্র দাস ধরা পড়েছে। তারা বাংলাদেশের নোয়াখালির বাসিন্দা বলে জানা গিয়েছে। এছাড়াও ৩০ বছর বয়সী মহম্মদ মালেকও ধরা পড়েছে আগরতলা রেলস্টেশন থেকে। মালেক হাবিবগঞ্জের বাসিন্দা বলে খবর। জানা যাচ্ছে, ট্রেনে তারা আগরতলায় পৌঁছয়। সেখান থেকে তারা অন্য রাজ্যে যাওয়ার চেষ্টা করছিল। প্রাথমিক তদন্ত বলছে, তারা কলকাতায় পৌঁছনোর প্ল্যানে ছিল। কিন্তু কেন? এদের সঙ্গে বড়ো কোনো জঙ্গি গোষ্ঠীর যোগ আছে বলেই সন্দেহ করা হচ্ছে।

জানা গিয়েছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই ৩ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। আগরতলায় রেলপুলিশের ইনচার্জের তরফে একথা জানানো হয়েছে। কয়েকদিন আগে একইভাবে ৬ জনকে গ্রেফতার করেছিল আগরতলা রেল পুলিশ। কলকাতাকে কেন্দ্র করে বড় কোনো নাশকতার ছক ছিল বলেই সন্দেহ পুলিশের। আজ তাদের আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *