বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভারতীয় বাস্তুশাস্ত্র কিন্তু অনেক প্রাচীন। তারা মনে করে ‘বাস্তুদোষ’ যেমন আছে, তেমনই ‘বাস্তুগুণ’ও আছে। বাস্তুশাস্ত্র মনে করে ঘর আমরা যে বিভিন্ন ছবি দিয়ে সাজাই তা শুধুই সৌন্দর্যের জন্য নয়, এর অনেক বাস্তু প্রভাব আছে।
যেমন বাস্তু মনে করে ঘরে আগুনের ছবি, যুদ্ধের ছবি রাখতে নেই। তেমনই বাস্তুশাস্ত্র বলছে ঘরে ছুটন্ত ৭টি ঘোড়ার ছবি রাখা খুবই কার্যকরি। বাস্তুশাস্ত্র অনুসারে সাতটি দ্রুতগামী অশ্বের ছবি গৃহে ইতিবাচক ফল আনতে পারে। আনতে পারে শক্তির প্রবাহে ভারসাম্য। বাস্তুশাস্ত্রে সাতটি অশ্বের অর্থ হল সাফল্য, শান্তি ও প্রগতি।
বাস্তুশাস্ত্র অনুসারে গৃহের পূর্বদিকের দেওয়ালে সাতটি ছুটন্ত ঘোড়ার ছবি টাঙানো উচিত। এর ফলে অন্যের থেকে প্রতিযোগিতায় গৃহস্বামী সহ পরিবারের লোকেরা অনেক এগিয়ে থাকতে পারবেন। ছুটন্ত ঘোড়া শক্তি ও চিন্তার স্বাধীনতারও প্রতীক। তাই পশ্চিমদিকের দেওয়ালে এই ছবি রাখলে গৃহে বসবাসকারীদের শিল্পসত্তার বিকাশ ঘটে। বাস্তুশাস্ত্র অনুসারে সাফল্যকে নির্দেশ করে ঘোড়া। দক্ষিণদিকের দেওয়ালে তাই সাতটি দ্রতগামী অশ্বের ছবি থাকলে গৃহসংক্রান্ত যে কোনও সিদ্ধান্তে সাফল্য লাভ হয়। বাস্তুশাস্ত্রকে বিশ্বাস করে এই পরামর্শ মেনে চলুন, দেখবেন পরিবারে শান্তি আসবে।