বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আশা কর্মীদের বেতন বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী। তাই আজকে মুখ্যমন্ত্রীর এই ঘোষনাকে কটাক্ষ করে বিধায়ক শঙ্কর ঘোষ জানালেন এটা পর্বতের মুষিক প্রসব।
এতদিন কিছুই মাথায় ছিল না তার, আজকে ভোট এসেছে তাই মুখ্যমন্ত্রী মানুষের মন জয় করবার জন্য দ্রুত কাজ করতে চাইছেন। বিধায়ক জানান মুখ্যমন্ত্রী বুঝতে পেরে গেছেন এখন আর কিছুই করবার নেই, বুঝেই মুখ্যমন্ত্রী আজকে আশা কর্মীদের বেতন বৃদ্ধি করে জয়ের রাস্তায় চলে গেছেন। তবে উনি ভুল বুঝছেন ওনার এই পদক্ষেপ সফল হবে না। কারন মানুষ এবারে ভুল বুঝতে পেরে গেছেন। বাংলায় এবার বিজেপীর শাসন শুরু হবে। মুখ্যমন্ত্রী এবার শত চেষ্টা করেও কিছুই রক্ষা করতে পারবেন না। ওনাকে হার মানতেই হবে তাই ওনাকে আমার উপদেশ হেরে যাবার জন্য তৈরী হন উনি। কারন এটাই ওনার আগামী ভবিষ্যত। বিধায়ক আরো জানান ওনার দলের লোকেরা টাকা নিয়ে মানুষের মনকে ভেঙে দিয়েছেন তাই ওনি বুঝতে পেরে এবারে মানুষের মনকে জয় করবার চেষ্টা করছেন। তবে উনি এবারে নিজে হেরে যাবেন উনি জানেন। তবে উনি যদি তৈরী থাকেন হেরে যাবার জন্য তবে সেটা ওনার জন্যই ভাল বলে জানালেন বিধায়ক।