বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সব কিছুরই ভালো ও মন্দ দুটো দিকই থাকে। আর সিনেমার ক্ষেত্রে সেটা সবচেয়ে ভালো বোঝেন সিনেমা জগতের মানুষেরাই।

 

এ বছর ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে ৪ টি বাংলা ছবি, তালিকায় আছে প্রতিম ডি গুপ্তর ক্রাইম থ্রিলার চালচিত্র, দেব এবং যিশু অভিনীত, সুজিত দত্ত রিনো পরিচালিত খাদান, রাজ চক্রবর্তী পরিচালিত, মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত সন্তান ও মানসী সিনহা পরিচালিত ৫ নম্বর স্বপ্নময় লেন। এর মধ্যে বাণিজ্য ভালো করছে সব ছবি গুলোই। কিন্তু ‘খাদান’ চলে এসেছে আলোচনার কেন্দ্রে। সেই ছবি নিয়েই এবার মুখ খুলেছেন চিত্র পরিচালক সৃজিত।

মাত্র কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে দেব এবং সৃজিত জুটির টেক্কা। এবার শীতে মুক্তি পেল দেবের নতুন ছবি খাদান। আপাতত দর্শকদের বেশ ভালোই প্রতিক্রিয়া পাচ্ছে এই ছবি। তবে তার মধ্যেই সৃজিত মুখোপাধ্যায় দেবের এই বিগ বাজেট ছবিটির ভুলচুকগুলো ধরিয়ে দিলেন। সৃজিত এই ছবির শুধু ভুলই ধরালেন না। এই ছবি কেন প্রয়োজন তাও উল্লেখ করলেন।

সৃজিত এদিন তাঁর পোস্টে লেখেন, ‘একটা গুরুত্বপূর্ণ ছবি সবসময় ভালো ভাবে বানানো হবে যে সেটা নাও হতে পারে। বাংলা ছবির জন্য খাদান ছবিটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা কমন সেন্স থাকলেই বোঝা যাবে। তবে ছবিটি ভীষণ ভালো ভাবে বানানো হয়েছে। এটা ঠিক যে যিশু সেনগুপ্তর বাঙাল উচ্চারণটা সবসময় সব জায়গায় এক ছিল না। এটাও ঠিক যে নিউটাউনের তৃতীয় সূত্রকে উদযাপন করতে গিয়ে গ্রাভিটির অন্যান্য সূত্রকে উপেক্ষা করা যায় না। কোলিয়ারির অন্যান্য নিয়ন, অব্যবস্থা বা পরিস্থিতি নিয়ে জানতে মন চেয়েছে। কিন্তু তারপরও এই ছোটখাটো জিনিসগুলো ছাড়া খাদান আমার দারুণ লেগেছে।’ এরপর টেক্কা পরিচালক লেখেন, ‘ভাষা, উচ্চারণকে আঞ্চলিক করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। পোশাক, রাজনীতি, খাবার, ইত্যাদি বিষয়গুলোর দিকে নজর দেওয়া হয়েছে। লার্জার দ্যান লাইফ ক্যানভাস যেন, একাধিক ইমোশনাল মুহূর্ত তৈরি করা হয়েছে। দারুণ ভাবে এডিট করা হয়েছে, সিকোয়েন্স থেকে সিকোয়েন্স দ্রুত সরেছে।

প্রসঙ্গত খাদান ছবিটি ২০ তারিখ মুক্তি পেল। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *