বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আইনত অবশ্য দুই বিবাহ নিষিদ্ধ। তাতে কি আসে যায়! যদি দুই স্বামীকে নিয়ে দিব্যি ঘর করা যায়! এক মহিলার দুই স্বামী! গলায় দুই মঙ্গলসূত্র, কী ভাবে স্বামীদের সামলান এই মহিলা? প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য! আপনি হয়তো আরমান মালিকের নাম শুনেছেন।

 

বিগ বস-এ অংশগ্রহণ করার পর থেকে আরমান মালিক পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি মূলত দুই স্ত্রীর থাকার জন্য চর্চায় এসেছিলেন। এবার দেওরিয়ার এক মহিলার কাহিনি আলোচনায় এসেছে, যিনি একসঙ্গে দুই স্বামীর সঙ্গে বসবাস করেন। মহিলা সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি পোষ্ট করে জানিয়েছেন, তারা সুখে আছে।

হিন্দু ধর্ম অনুযায়ী, বিবাহ সাত জন্মের বন্ধন এবং একজন ব্যক্তি আইনত একবারই বিবাহ করতে পারেন। কিন্তু দেওরিয়ার এই মহিলা এই নিয়ম অমান্য করে একসঙ্গে দু’বার বিবাহ করেছেন এবং দুই স্বামীর সঙ্গে একই বাড়িতে বসবাস করেন। দু’টি মঙ্গলসূত্র পরেন এই মহিলা। শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, মহিলার দুই পাশে দুই পুরুষ। মহিলার কপালে সিঁদুর ছিল। তিনি জানান, এই দুই পুরুষ তাঁর দুই স্বামী এবং তিনি তাদের সঙ্গেই একই বাড়িতে থাকেন। দুই মঙ্গলসূত্রে খোদাই করা আছে দুই স্বামীর নাম! এমনই জানান মহিলা। কী ভাবে সামলান একসঙ্গে দু’জনকে? শান্ত ভাবে উত্তর দেন স্ত্রী। মহিলার কথায়, “আমি ঠিক সামলে নিই!” ভিডিওটি বিপুল ভাইরাল হয়েছে। সবাই নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য উপচে দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *