বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কলকাতা সত্যি বিক্ষোভ নগরি। নানা ইস্যু নিয়ে প্রায় প্রতি মুহূর্তে বিক্ষোভ আন্দোলন চলেছে। রবিবার সকাল থেকেই
‘স্যালুট তিরঙ্গা’র ব্যানার নিয়ে বিজেপির একদল সমর্থক উপস্থিত হয়েছে কলকাতার মুকুন্দপুর এলাকায় এক বেসরকারি হাসপাতালের সামনে। তাদের দাবি, বাংলাদেশি অ-হিন্দু রোগীদের চিকিৎসা করা চলবে না। সেই বেসরকারি হাসপাতালে একটি স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারী গোষ্ঠীর সদস্য নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, ‘দেশ সবার আগে। সেখানে আমাদের ভাই-বোনদের নির্যাতন করে হত্যা করা হচ্ছে। তাই অহিন্দু বাংলাদেশিদের চিকিৎসার ব্যবস্থা করা উচিত নয়। আমাদের জাতি, তিরঙ্গার সম্মানের জন্য আমাদের নৈতিকতা এবং ব্যবসাকে একপাশে সরিয়ে রাখার সময় এসেছে।’ নাগরিক মহলের একাংশের প্রশ্ন, ডাক্তাদের পেশা খুবই নবেল পেশা। সেখানে কি রুগীর দেশ বা ধর্ম দেখা উচিত?
এর আগে অবশ্য কলকাতার একাধিক হসপিটাল ঘোষণা করেছে যে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে আপমান করা হয়েছে। তাই সেই দেশের কোনো রুগীর চিকিৎসা তারা করবে না। আবার কলকাতার দুটি বড় মেলা – কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ওই দেশের কোনো ছবি রাখা হয় নি এবং বিধাননগর পৌরসংস্থা আয়োজিত বিধাননগর মেলা উৎসবে এ বছর প্রথমবারের মতো বাংলাদেশের কোনও স্টল থাকবে না বলে ঘোষণা করা হয়েছে। এর ফলে দুই দেশের সম্পর্কের অনেক ক্ষতি হচ্ছে বলেই মনে করা হচ্ছে।