বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ইউক্রেনের শক্তিকে সবাই কিছুটা আন্ডার এস্টিমেট করেছিল। কিন্তু এখন বোঝা যাচ্ছে মাথার উপর মার্কিনি হাত থাকায় ইউক্রেনও হয়ে উঠছে অপ্রতিরোধ্য। ঠিক যেন ৯/১১।

 

রুশ শহর কাজানের ৬টি বহুতলে একসঙ্গে আছড়ে পড়ল ইউক্রেনের ড্রোন। নেট ভুবনে ছড়িয়ে পড়েছে ভয়ংকর হামলার একটি ভিডিও। সেই ভিডিওয় দেখা যাচ্ছে ৯/১১-র ধাঁচেই এক বহুতলের ছাদে আছড়ে পড়ছে ড্রোন। প্রায় তিন বছর ধরে যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। শুরুতে মনে করা হয়েছিল, মস্কোর কাছে সহজেই হারবে কিয়েভ। কিন্তু এখন বোঝা যাচ্ছে, অত সহজে মাথা নোয়াতে রাজি না ইউক্রেন।

আমাদের মনে আছে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের কথা – যা ৯/১১ নামে প্রচারিত। আমেরিকার টুইন টাওয়ারে হামলা চালিয়েছিল আল কায়দা। গোটা বিশ্ব শিউরে উঠেছিল আত্মঘাতী বিমানের বহুতলের পেটে ঢুকে যাওয়ার দৃশ্য দেখে। সেই হামলায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। জখম হন প্রায় ৬ হাজার। সেই বীভৎস ইতিহাসই ফিরে এল রাশিয়ায়। তবে এই হামলায় হতাহতের কথা জানা যায়নি। আসলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চললেও মেঘনাদের মতো এই যুদ্ধে জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে আমেরিকা। রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে অস্ত্রের জোগান দিয়ে চলেছেন জো বাইডেন। এমনকী প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার আগে রাশিয়াকে ধরাশায়ী করতে বড় পদক্ষেপ করেছেন বাইডেন। ইউক্রেনকে অনুমতি দেওয়া হয়েছে রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার মার্কিন অস্ত্র ব্যবহারের। এখন দেখার এবার রাশিয়া তাদের আক্রমনকে কিভাবে বাড়ায়!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *