বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একেই বলে বিড়ম্বনা। এমন সমস্যায় মানুষ পড়লে সে যে কি করবে তা বলা সত্যি মুশকিল। এমন এক বিড়ম্বনার ঘটনা ঘটেছে তামিলনাড়ুর থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে।

 

মন্দিরে প্রণামী দেওয়ার জন্য টাকা বের করছিলেন। কিন্তু হাত ফসকে টাকার বদলে প্রণামী বাক্সে পড়ে যায় ভক্তের আইফোন! সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষের কাছে ছুটে যান ওই যুবক। কিন্তু সেখান থেকে সাফ জানানো, প্রণামী বাক্সে একবার কিছু পড়লে সেটা ভগবানের হয়ে যায়। যুবকের হাজারো কাকতি-মিনতিতেও কাজ হয়নি।

জানা যাচ্ছে, দীনেশ নামে এক যুবক পরিবার নিয়ে ওই মন্দিরে যান। কিন্তু প্রণামী দিতে গিয়েই ঘটে বিপত্তি। ভুল করে দামি আইফোনটাই পড়ে যায় বাক্সের ভিতরে। দীনেশ দৌড়ে গিয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তারা ফোন ফেরত দিতে অস্বীকার করে। জানানো হয়, এই প্রণামী বাক্স দুমাসে একবার খোলা হয়। এখন আর কোনওভাবেই এটা খোলা যাবে না। হতাশ হয়ে বাড়ি ফিরে যান দীনেশ। অপেক্ষা করেন প্রণামী বাক্সটি খোলার। সেই মতোই শুক্রবার ফের মন্দিরে যান। কিন্তু কর্তৃপক্ষ আজব দাবি করে। বলে, মোবাইল এখন ভগবানের হয়ে গিয়েছে। তাই সেটি আর ফেরত দেওয়া যাবে না। তার অনুরোধে শেষ পর্যন্ত মন্দির কর্তৃপক্ষ তাকে ফোন থেকে সিম কার্ড খুলে নিয়ে যাবার অনুমতি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *