বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বার বার করে তৃণমূল কাউন্সিলারদের দাদাগিরির কথা সামনে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বার বার করে সাবধান করে দেওয়ার পরেও কিছু কাউন্সিলার নিজেদের সংশোধন করছেন না।
বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর। ফের তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) দাদাগিরি। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে এক ব্যবসায়ীর দোকান তাণ্ডব চালানোর অভিযোগ সোনারপুর রাজপুর পুরসভার (Sonarpur Rajpur Municipality) ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। দোকানে থাকা দেড় লক্ষ টাকা লুঠ করা হয় বলেও দাবি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ব্যবসায়ীর। একটা বিষয় সাধারণ মানুষের কাছে পরিষ্কার যে এই সমস্ত দাদাগিরির মুলে আছে -‘টাকা।’
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এখানেও আছে ‘জমি-জায়গা’ সংক্রান্ত বিষয়। এর আগে ব্যবসায়ীকে মারধরের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। তবে এদিন দোকানে হামলার সময় ব্যবসায়ী দোকানে ছিলেন না। দোকানের সামনে থাকা জিনিসপত্র ওই কাউন্সিলর তছনছ করে ভাঙচুর করেন বলে অভিযোগ। এমনকী ব্যবসায়ীকে না পেয়ে তাঁর নাবালক ছেলেকে ওই তৃণমূল কাউন্সিলর মারধর করেন বলে অভিযোগ। গায়ের জোরে দোকান তালাবন্ধ করে ওই কাউন্সিলর চাবি কেড়ে নিয়েছেন বলেও দাবি। ব্যবসায়ীর অভিযোগ তার ক্যাশ বাক্স থেকে দেড় লক্ষ টাকা কাউন্সিলার নিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।