বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চুঁচুড়া বিধানসভায় লোকসভা নির্বাচনের পর শাসক দলে পিছিয়ে পড়ার কারণ খোঁজে বিভিন্ন জায়গায় জনসংযোগ যাত্রা শুরু করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
আজ সেই চুঁচুড়া বিধানসভার অঞ্চলে জনসংযোগ যাত্রায় দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকা ঘুরে জনসংযোগের যাত্রায় মাঝে মানুষের বিভিন্ন রকম জলসহ নিকাশে অভিযোগ কে উপস্থিত হতেই একটি জায়গায় নিকাশের উপর থাকা স্ল্যাবের ওপর পা পড়ে গিয়ে হঠাৎই আঘাত পান চুঁচুড়ার বিদায়ক অসিত মজুমদার। তারপর তাদের দলের নেতাকর্মীদের ও তাকে সেবা-শুশ্রষা করতেও দেখা যায়। এই বিষয় প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন আজ দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত বিভিন্ন এলাকায় মানুষের অভিযোগ শুনতে গিয়েই এই বিপত্তি ঘটে। তিনি বলেন মানুষের জলসহ নিকাশীর বিভিন্ন অভিযোগ শুনতে গিয়েই আমার ডান পা একটি স্ল্যাপের উপর পড়তেই আমি আঘাত পাই। তারপর থেকে আমার বাঁ পায়ে আঘাত অনুভব করছি। তৃণমূল কর্মীদের বিধায়কের পাশে থেকে তাকে বিভিন্ন রকম ভাবে সেবা করতে লক্ষ্য করা যায়। আজকে এই অবস্থার এবং বিভিন্ন নিকাশির ওপর ভাঙ্গা স্ন্যাপের গুলিকে নতুন করে মেরামত করার অর্ডার করারও নির্দেশিকা দেন বিধায়ক।
সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন আমরা সকলেই বিধায়কের সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনা করি। তিনি জানান আজ যে পরিস্থিতির শিকার বিধায়ক হয়েছে তা প্রত্যেকদিন সাধারণ মানুষ প্রত্যেকটি সময় শিকার হন। তাই আজ তিনি অনুভব করেছেন সাধারণ মানুষ প্রত্যহ কিভাবে এই পরিস্থিতির উপর শিকার হন। তাই তিনি সকলকে মেরামত করার নির্দেশিকা দিয়েছেন।