বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: খুব বেশিদিন আগের কথা নয়। রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রীয় সংস্থা DVC কে দায়ী করেছিলেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছিলেন যে রাজ্য আর DVC থেকে জল নেবে না। এমন কি DVC থেকে রাজ্যের প্রতিনিধিদের তুলে নিয়েছিলেন। এবার তা নিয়েই মুখ্যমন্ত্রীকে আক্রমন করলেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।
জগন্নাথ চট্টোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে জানান, “রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি’কে দায়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন ‘ডিভিআরআরসি’ থেকে প্রতিনিধি প্রত্যাহার করে নেওয়ার। ডিভিসি এবং রাজ্য সরকারের বিবাদের কারণে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্য ডিভিসি’র থেকে আর জল নেবে না। এর সরাসরি প্রভাব পড়বে রাজ্যের কৃষি ব্যবস্থায়।” তিনি সাম্প্রতিক কৃষকদের দিকে তাকিয়ে আরও বলেন,”আমাদের রাজ্যে রবি এবং বোরো চাষের মরসুম শুরু হতে চলেছে। এই চাষ সেচ নির্ভর। পর্যাপ্ত জলের যোগানের জন্য ডিসেম্বরের শুরু থেকেই জেলা এবং ডিভিশনাল কমিশনার স্তরে রাজ্যের সঙ্গে ডিভিসি’র আলোচনা শুরু হয়ে যায়। কিন্তু এই বছর এখনও পর্যন্ত ডিভিসি’র কাছে রাজ্যের তরফে জল নেওয়ার জন্য কোনও আবেদন করা হয়নি।” তার ধারণা এর ফলে গভীর সংকটে পড়বে রাজ্যের অন্তত ২৫ লক্ষ কৃষক। এখন পর্যন্ত অবশ্য রাজ্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।