বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাস্তবিক ১৯৪৭ সাল থেকেই চিনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা নিয়ে জট আছে। একাধিকবার এই দুই দেশের মধ্যে ছোট বড় যুদ্ধ হয়েছে।
ইদানিং অরুণাচল প্রদেশে মাঝে মাঝেই লাল ফৌজ সীমান্তে ঝঞ্ঝাট বাঁধাচ্ছে। সেই পরিস্থিতিতেই দুই দেশ শান্তির উদ্যোগ নিয়েছে। সীমান্ত সমস্যা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক সারলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। চিনের সময় অনুযায়ী বুধবার সকাল ১০টা নাগাদ বৈঠকে বসেন ডোভাল ও ওয়াং। সূত্রের খবর, এই বৈঠকে পূর্ব লাদাখে সেনা গতিবিধি নিয়ন্ত্রণের পাশাপাশি একাধিক বিষয়ে সদর্থক আলোচনা হয় দুজনের। বিশেষজ্ঞদের অনুমান, অতীতের সংঘাত কাটিয়ে ভারত-চিন সম্পর্কের নয়া সূচনার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। সীমান্ত সমস্যা মেটাতে দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে ২৩ দফা বৈঠকের পর গত মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় টহলদারির সীমানা নির্ধারণ ও মুখোমুখি অবস্থান থেকে পিছিয়ে আসার বিষয়ে সমঝোতা হয় নয়াদিল্লি ও বেজিংয়ের।
সূত্রের খবর, বুধবার সকাল এই ইস্যুতেই আলোচনার পাশাপাশি চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয় অজিত ডোভালের। ডোভালের সঙ্গে বৈঠকের আগে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ানের এক বিবৃতি প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি জানান, ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহী চিন। তিনি বলেন, দুই দেশের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ চুক্তি বাস্তবায়নে প্রস্তুত চিন। একে অপরের স্বার্থ ও উদ্বেগকে সম্মান করে আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক জোরদার করা ও যেখানে যেখানে মত পার্থক্য রয়েছে তা যাতে দ্রুত নিরসন করা যায় সেই উদ্দেশে যৌথভাবে কাজ করবে দুই দেশ।
এর ফলে দক্ষিণ এশিয়ায় একটা শান্তির বাতাবারণ তৈরী হবে বলেই সবাই মনে করেছে।