বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ১৮ তারিখ প্রকাশিত হয়েছে খাদানের টিজার শো। সঙ্গে সঙ্গে উদ্বেলিত দেব ভক্তের দল। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে হল পাওয়া নিয়ে। পুষ্পা-২ এর নাম না করলো দেব জানিয়েছেন, অন্য ভাষার ছবির জন্য খাদান হল পাচ্ছে না।
সোশ্যাল মিডিয়ায় দেব একটি পোস্ট করে লিখেছেন, ‘এখনও খাদান-এর অগ্রিম বুকিং শুরু করা যায়নি বলে আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি’। দেব আরও লিখেছেন, ‘দয়া করে বিশ্বাস করুন, আমি খাদান-এর শো পাওয়ার জন্য লড়াই করছি। লড়াই করছি অ্যাডভান্স বুকিং পরিষেবা খুলে দেওয়ার জন্যও’।
অন্য ভাষার ছবির মধ্যে এখন সবচেয়ে দাপট দেখাচ্ছে যে ছবিটি, সেটি হল ‘অল্লু অর্জুন’-এর ‘পুষ্পা’। ছবিটি ইতিমধ্যেই হাজার কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়েছে। দলে দলে মানুষ ভিড় করে দেখতে আসছেন এই ছবি। দেব কী তবে ইঙ্গিত করেছেন, ‘পুষ্পা ২’ কেই? দেব অবশ্য কেবল অন্য ভাষার ছবির কথা বলেছেন। তবে তিনি কোনও ছবির নাম উল্লেখ করেননি। দীর্ঘদিন ধরেই ‘খাদান’-এর প্রচার সেরেছেন দেব। তবে শেষ মূহূর্তে দেবের বহু প্রতীক্ষিত এই ছবি নিয়ে দুঃসংবাদে একটু হতাশ হয়েছেন অনুরাগীরা। তবে তাঁরা জানিয়েছেন তাঁরা অপেক্ষা করতে রাজি।