বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এটা বাকি ছিল! তাও হয়ে গেলো সংসদ ভবনে। বেনজির দৃশ্য সংসদ চত্বরে। ধাক্কাধাক্কি কংগ্রেস-বিজেপি সাংসদদের। রক্ত ঝরল বিজেপি সাংসদের।

 

অভিযোগ, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা দিয়েছিলেন। সেই সাংসদ গিয়ে ওই বিজেপি সাংসদের গায়ে পড়ে যান। তাতেই পড়ে গিয়ে রক্ত ঝরে বিজেপি সাংসদের। আম্বেদকর ইস্যুতে এদিন সকালে সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা। বিরোধীদের দাবি, আম্বেদকরকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এমনকী শাহের ইস্তফাও দাবি করছে বিরোধী শিবির। বিরোধীদের দাবি, তাঁরা আম্বেদকর মূর্তির পাশেই বিক্ষোভ দেখাতেন। কিন্তু নতুন সংসদে আম্বেদকর মূর্তি পিছনের দিকে। তাই মকর দ্বারের সামনেই বিক্ষোভ দেখাতে হয়। অভিযোগ, বিরোধী সাংসদরা মকর দ্বার আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিজেপি সাংসদরা সেসময় সংসদে প্রবেশ করতে চাইলে ধস্তাধস্তি শুরু হয়। দুই শিবিরের মধ্যে কথা কাটাকাটি হাতাহাতির রূপ নেয়। তার পরেই ঘটে গেলো এক লজ্জা জনক ঘটনা। তাকিয়ে দেখলো সারা দেশের মানুষ।

সারেঙ্গীর কপালের কাছে সামান্য চোট লেগেছে। তিনি হাসপাহালে ভর্তি হয়েছেন। বিজেপি সূত্রের দাবি, রাহুল গান্ধী ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতকে ধাক্কা মারেন। তিনি পড়ে যান প্রতাপ সারেঙ্গীর উপর। মুকেশও আহত হয়ে হাসপাতালে ভর্তি। অর্থাৎ রাহুলের ধাক্কায় দুই বিজেপি সাংসদ আহত হয়েছেন। এদিকে কংগ্রেসের দাবি, মকর দ্বারের সামনে রাহুল গান্ধী-সহ বিরোধীরা বিক্ষোভ দেখাতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। প্রিয়াঙ্কা গান্ধীকে লক্ষ্য করে কটূক্তি করেন বিজেপি সাংসদরা। তারপরই হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনার পর রাহুল গান্ধী প্রতাপ সারেঙ্গীর সঙ্গে দেখাও করতে যান। সংসদের ওই ঘটনা নিয়ে গান্ধীদের তোপ দেগেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *