বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাজার পড়ে গেছে অনেকটাই, বিক্রি হচ্ছে না ফল তাই এবারের নিজের দেশে ফিরে যাওয়ার কথাই ভাবছেন ফল বিক্রেতারা।
তারা জানিয়েছেন বাড়ি ভাড়া করে থাকতে হয় আমাদের, তার সাথে খাওয়া-দাওয়া এবং অন্যান্য খরচ তো আছেই, কিভাবে সামলাবো এত খরচ? এরপরে তো না খেয়ে মরতে হবে, কিন্তু কেন এমন হলো, ফল বিক্রেতারা জানিয়েছেন শীতকাল আসলে ফলের বাজার এক একেবারেই কমে যায়, চেনেন না কেউই সেভাবে, তাই অন্যান্য ফল নিয়ে বেরোলে একেবারে বিক্রি হয় না। তাই হতাশ আমরা, ফিরে যাব ভাবছি, কি হবে এখানে থেকে, যে আশা নিয়ে ফল বিক্রি করতে বাজারে নেমেছিলাম, সেটা এখন অতীত। আর সবচাইতে বড় কথা সব বাজারের অবস্থা খারাপ, আমরা সেখানে কি করব? মানুষের হাতে টাকা না থাকলে ফল কিনবে নাকি? তবে সবই সময়ের অপেক্ষা, আরেকটু দেখি , তারপরে সিদ্ধান্ত নেব বলে জানালেন তারা। শিলিগুড়ি ৪৭ ওয়ার্ডে, ঘুরে ঘুরে ফল বিক্রি করেন এইসব বিক্রেতারা। তাই আপাতত, অপেক্ষা করছেন তারা না হলে ফিরে যাবেন।