বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এ এক আশ্চর্য নারীর গল্প। যে গল্প দুঃখ, বেদনা আর রহস্যতে মোড়া। দুবাইয়ে চাকরি দেবার মিথ্যা প্রলোভন দেখিয়ে ২২ বছর আগে তাকে পাকিস্তানে ফেলে রেখেও পালিয়ে যায় ওই প্রতারক চক্র।
দীর্ঘ ২২ বছর ভিন দেশে আটকে থাকার পর অবশেষে ভারতে ফিরে এলেন ৭০ বছর বয়সি হামিদা বানো। তাও আবার সোশাল মিডিয়ার দৌলতে। বেআইনিভাবে পাকিস্তানে এসে গ্রেপ্তারের ভয়ে পুলিশকে কিছু জানাননি মহিলা। ওই অবস্থাতেই পাকিস্তানের সিন্ধ প্রদেশের হায়দরাবাদে লজেন্স বিক্রি করে কোনওমতে দিন গুজরান করতে থাকেন তিনি। ওখানে থাকাকালীন করাচির বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক হয় হামিদার। তাদের বিয়েও হয়। কিন্তু করোনা কালে স্বামীর মৃত্যু হয়।
এর পর সৎ ছেলের সঙ্গে থাকলেও লজেন্স বিক্রির পেশা চালিয়ে যায়। সেই সুবাদের অবশেষে স্বদেশে ফিরে আসতে সক্ষম হলেন তিনি। আসলে হামিদার কাছে লজেন্স কিনতে আসত এক বালক। পড়াশোনা শেষ করার পর নিজের সোশাল মিডিয়া চ্যালেনে লজেন্স বিক্রেতা হামিদার ইন্টারভিউ করে সে। যা ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। ২০২২ সালে সোশাল মিডিয়ার মাধ্যমেই ভারতে অবস্থিত হামিদার সন্তানরা জানতে পারেন তাঁদের মা পাকিস্তানে রয়েছে। সেই ভিডিও নজরে পড়তেই হামিদার সন্তানরা পাকিস্তানে মায়ের সঙ্গে যোগাযোগ করেন। পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় অবশেষে ফিরে আসেন নিজের বাড়িতে।