বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এই মুহূর্তে রাশিয়ার কাছে খবরটা যথেষ্ট শঙ্কার। যদিও রুশ বাহিনী এর জন্য ইউক্রেনের দিকেই আঙ্গুল তুলেছে। জানা যাচ্ছে, মস্কোয় বোমা বিস্ফোরণে নিহত রাশিয়ার পরমাণু বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ! তাঁর আবাসনের সামনেই একটি ইলেকট্রিক স্কুটারে বোমা রাখা ছিল বলে খবর।
কিরিলোভ আবাসন থেকে বেরতেই সেটি ফেটে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। অন্য আর এক জায়গায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে তাঁর সহযোগীরও। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রুশ প্রশাসন। প্রশ্ন উঠছে, এই ঘটনার নেপথ্যে কি ইউক্রেন? নানা সন্দেহ প্রকাশ পরা হচ্ছে।
যেই মুহূর্তে রুশ ইউক্রেন যুদ্ধের একটা অবসানের ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো, ঠিক তখন এই খবর খুবই চিন্তার। ২০১৭ সাল থেকে রাশিয়ার পরমাণু বাহিনীর প্রধানের পদে রয়েছেন ইগর কিরিলোভ। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর কিয়েভে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যে কারণে চলতি বছরের অক্টোবরে কিরিলোভের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ব্রিটেন। তাৎপর্যপূর্ণভাবে, সোমবারই ইউক্রেনের সরকারি আইনজীবীরা এই রুশ অফিসারকে ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের ব্যবহারের জন্য অভিযুক্ত করেছে। কিন্তু এইসব অভিযোগ নস্যাৎ করে দেয় মস্কো। এখন দেখার এর পরে রুশ সেনা কোন পথে যায়!!