বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধান মহম্মদ ইউনুস কিন্তু ভারতের জামাই। ভারত চিরকাল তাকে জামাইয়ের মর্যাদা দিয়েই আপন করে নিয়েছে।
অথচ তার মধ্যেই লুকিয়ে ছিল তীব্র ভারত বিদ্বেষ! আসল কথা হলো, নোবেল জয়ের পর ভারতে এসেছিলেন মহম্মদ ইউনূস। তবে তাঁর এ দেশের সঙ্গে সম্পর্ক আগে থেকেই। কারণ তাঁর স্ত্রীর বাড়ি ভারতে। আরও নির্দিষ্ট করে বলতে গেলে, বর্ধমান শহরের রানিগঞ্জ বাজার এলাকায়। মহম্মদ ইউনূসের দ্বিতীয় স্ত্রী আফরোজি ইউনূসের বেড়ে ওঠা এখানেই। মহম্মদ ইউনূসের প্রথম স্ত্রী ভেরা ফরেস্তেনকোর সঙ্গে বিচ্ছেদের পর বিদেশে আফরোজির সঙ্গে পরিচয় হয়। ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের গবেষক ছিলেন আফরোজি। তারপরে জীবনে নিজের পথে এগিয়েছে।
ইউনূসের সঙ্গে বিয়ের পরে তিনি বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ে এসে কাজ শুরু করেন। অগস্ট মাসে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে মহম্মদ ইউনূসের নাম সামনে আসে, তখন খুশির হাওয়া বয়েছিল বর্ধমানের বাড়িতেও। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ ইউনূসের শ্যালক আসফাক হোসেন জানিয়েছিলেন, ‘জামাইবাবু (মহম্মদ ইউনূস) শুটকি মাছ খেতে খুব ভালবাসেন।’ এর পরেও প্রশ্ন থেকেই গেলো কেন তার মধ্যে লুকিয়ে আছে এতো ভারত বিদ্বেষ?