বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বন্ধ হোটেল, তাই ফিরে যাচ্ছেন মানুষ। বাংলাদেশের মানুষের এখন আর উপায় নেই কোন। ফিরে যাওয়া ছাড়া। যারা যারা এসেছিলেন সবাই ফিরে গেছেন, যারা আছেন এখনো তাদেরই নানা সমস্যা তৈরি হয়েছে।
এক সপ্তাহ আগের থেকেই বাংলাদেশীদের জন্য হোটেলের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। কবে আবার বাংলাদেশীদের জন্য হোটেলের দরজা খুলে দেওয়া হবে সেটা আমিও চিন্তিত বাংলাদেশীরা নিজেরাই। হুড়োহুড়ি করে ফিরেও যায় যেতে চাইছিলেন না তারা। তবে অন্য দেশে এসে, অন্য দেশের নিয়ম তো মানতেই হবে। তাই সমস্ত হোটেল থেকেই ফিরে যাচ্ছেন মানুষ। অনেকেই এসেছিলেন ছেলে মেয়েদের চিকিৎসা করাতে আবার অনেকে এসেছিলেন ছেলে মেয়েদের বোর্ডিংয়ে রাখতে। তাই হঠাৎ করে নির্দেশিকা জারি হওয়ার ফলে একটু সমস্যায় পড়ে গেছেন তারা। ভারত সরকার যদিও জানিয়েছে তাড়াহুড়ো করার কিছুই নেই, তবুও সমস্যা তৈরি করেছে কিছু নিয়ম। তাই আপাতত সবকিছু গুটিয়ে ফিরে যেতে চাইছেন তারা, গন্ডগোল লাগার আগেই যতটা সম্ভব ফিরে যেতে হবে আমাদের। বক্তব্য এক বাংলাদেশী যাত্রীর।