বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ইসরাইলের আগ্রাসী বেড়েই চলেছে দিন দিন। হামাস ও ইরানের পরে এবার তাদের আক্রমনে ধ্বংসস্তুপে পরিণত হতে চলেছে সিরিয়া।
সিরিয়ায় ভয়ংকর ‘ভূমিকম্প বোমা’ হামলা ইজরায়েলের। সোমবার যুদ্ধ বিমানের সাহায্যে সিরিয়ায় উপকূলবর্তী এলাকায় এই হামলা চালায় ইজরায়েল। দাবি করা হচ্ছে, এই হামলার তীব্রতা এতটাই ছিল যে ব্যাপকভাবে কেঁপে ওঠে মাটি। চারিদিকে ছড়িয়ে পরে প্রবল ত্রাস। সোমবার এই হামলা চালানো হয়েছে টার্টাস এলাকায়। ২০১২ সালের পর সিরিয়ায় এত বড় হামলা এই প্রথম। সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের তরফে জানানো হয়েছে, ইজরায়েলের যুদ্ধবিমান ‘সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট এবং সারফেস-টু-সার্ফেস মিসাইল ডিপো-সহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। যার জেরে বিস্ফোরণের মাত্রা আরও ভয়াবহ আকার নেয়। এই ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন।
দ্রুত ছড়িয়ে পরে একাধিক ভিডিও। এক ভিডিওতে দেখা যাচ্ছে, বিরাট আগুনের গোলা মাটি থেকে আকাশ ছুঁয়ে ফেলেছে। প্রথম বিস্ফোরণের শেষে পর পর বিস্ফোরণ চলতে থাকে ওই অঞ্চলে। বিস্ফোরণের পর আকাশ ছেয়ে যায় ধোঁয়ার মেঘে। এই বিস্ফোরণের জেরে স্বাভাবিক ভূমিকম্পের চেয়ে দ্বিগুণ দ্রুতগতিতে কম্পন অনুভুত হয়। কম্পনের তীব্রতা ছিল ৩.০। বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল। এবার যেখানে এই হামলা চালানো হয়েছে, সেই টার্টাস এলাকায় রয়েছে রাশিয়ার সেনাবাহিনীর ঘাঁটি। নৌসেনা ঘাঁটির পাশাপাশি এই অঞ্চলে যুদ্ধ সামগ্রী জমায়েত করা হত। ১৯৭১ সালে টার্টাসে নৌসেনা ঘাঁটি গড়েছিল রাশিয়া। ভূমধ্য সাগরে প্রবেশের জন্য রাশিয়ার কাছে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেখানেই এবার আক্রমন শুরু করেছে ইসরাইল।